বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার ফাউন্ডেশন (বিপিডিএফ)

চেয়ারম্যান মহোদয়ের বানী

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহায়ক জনবল তৈরির বিকল্প নেই। রাষ্ট্রের নিকট জনগণের অন্যতম চাহিদার একটি হচ্ছে স্বাস্থ্য সেবা। দেশকে সুন্দর করতে হলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা খুবই জরুরি। সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোঁড়ায় পৌঁছে দিতে হাসপাতালগুলোর পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু করলেও সেগুলোতে পর্যাপ্ত সংখ্যক মানসম্মত জনবলের অভাবে সরকার তার কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারছে না। বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার ফাউন্ডেশন (বিপিডিএফ) পল্লীচিকিৎসক পর্যায়ের বিভিন্ন কোর্সে প্রতি বছর শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মানসম্মত টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডেন্টিস্ট, নার্স ও সহকারি ডাক্তার তৈরি করছে এবং এদের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।

প্রতিষ্ঠানের ইতিহাস

বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার ফাউন্ডেশন (বিপিডিএফ) স্বদেশ সমাজ কল্যাণ সংস্থার একটি প্রতিষ্ঠান। যা ২০০১ ইং  তারিখ থেকে দেশের বেকারত্ব দূরিকরণের লক্ষ্যে বেকার যুবসমাজকে আত্বকর্মসংস্থান মূলক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের এক দৃড় প্রত্যয়ে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজের উত্তর পাশে, ঢাকা মহাসড়ক সংলগ্ন, ডাকঘর- নলডাঙ্গা, উপজেলা- কালীগঞ্জ,  জেলা-ঝিনাইদহ এ পথচলা শুরু করে। যার রেজিষ্ট্রেশন নং-  ঝিনাই-৩৩১/২০০১ ও গভঃ রেজিষ্টেশন নং- ৩৬৬ দ্বারা হাটি হাটি পা পা করে (বিপিডিএফ)  এর কার্যক্রম আজ ঝিনাইদহ সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানটির সুযোগ্য চেয়ারম্যান মহোদয় ও অভিজ্ঞ পরিচালনা পরিষদ এবং এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার ফাউন্ডেশন (বিপিডিএফ)  স্বল্প সময়ে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।

শিক্ষার্থীদের মন্তব্য

ফটো গ্যালারী

Scroll to Top